রাইসা আজ ইমেইল খোলা শিখতে যাবে আফরিনের
কাছে।
যাওয়ার আগেই সে ভেবে ঠিক করল যে, সে
গুগল তথা জিমেইল এ একাউন্ট খুলবে।
সে বন্যার কাছ থেকে শুনেছে যে, ব্লগারে
ব্লগ ওয়েব সাইট খুলতে, ইউটিউবে চ্যানেল খুলতে এবং এন্ড্রোয়েড মোবাইলের এপ স্টোর “প্লে
স্টোর” লগিন করতে জিমেইল এড্রেস লাগে। কারণ, এগুলো সব গুগলের সার্ভিস।
রাইসা এখন আফরিনার বাসায়।
তারা চা নাস্তা করে এখন ইমেইল খোলার
কাজে ব্যস্ত।
আফরিনা: তুমি যেহেতু জিমেইল খুলতে চাও
তাহলে তোমাকে প্রথমেই যেতে হবে gmail.com এই ঠিকানায়। তারপর নিচের ছবির মতো একটি
পেজ আসবে। সেখানে create account লেখাতে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে আরেক পেজ এ।
সেখানে দেখবে একটা ফরম। তোমার ফাস্ট
নেম এবং লাস্ট নেম স্ব স্ব ঘরে লেখে নিচের দিকে দেখবে একটা ঘরে ইউজার নেম চাচ্ছে। ইউজার
নেম টা এমন দিবে যেমন তুমি তোমার ইমেইল এড্রেস চাও।
কিন্তু তোমার দেওয়া নাম যদি আগেই কেউ
দিয়ে থাকে তাহলে গুগল তোমাকে এই বক্সের নিচে কিছু নাম সাজেস্ট করবে । সেখান থেকে একটি
নিয়ে বক্সটি পূরন করবে।
এটাই হবে তোমার ইমেইল এড্রেস।
এরপর পাসওয়ার্ড দিবে। সর্বনিম্ন আট সংখ্যার
পাসওয়ার্ড দিতে হবে। এবং পাশের ঘরেও একই পাসওয়ার্ড দিবে।
রাইসা: তারপর?
আফরিনা: নেক্সট বাটনে ক্লিক করবে।
আরেকটি ফরম পাবে।
সেখানে তোমার ফোন নাম্বার, জন্ম তারিখ
এবং জেন্ডার দিয়ে আবার নেক্সট করবে।
রাইসা: তারপর?
আফরিনা: তোমার মোবাইলে একটি মেসেজ আসবে
একটি কোড সহ। সেই কোডটি দিয়ে ভেরিফিকেশন করবে।
তাহলেই তোমার জিমেইল তৈরি হয়ে গেল।
জিমেইল তো হলো, এখন দেখবে অনেক
স্প্যাম মেইল পাবে। সেগুলো তে কখোনোই যাবে
না।
রাইসা: (আশ্চর্য হয়ে) স্প্যাম মেইল?
সেটা আবার কি?
আফরিনা: এটা নিয়ে পরবর্তীতে আলাপ করব।
আজকের মতো এখানেই বিদায়।
0 Comments