Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি?

 

Artificial Intelligence কে সংক্ষেপে AI বলা হয় যার বাংলা প্রতিশব্দ কৃত্রিম বুদ্ধিমত্তা।
কি এই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। আজ এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব।
প্রথমেই কৃত্রিম বুদ্ধিমত্তার কয়েক টি উদাহরণ দিয়ে নিই।
এক, এই যে আমরা সারাদিন ফেসবুক স্ক্রল করছি। এখানে কোটি কোটি পোস্ট আছে। কিন্ত নির্দিষ্ট কিছু ধরনের পোস্ট আমাদের নিউজ ফিডে দেখতে পাই। আবার যাদের পোস্টে বেশি লাইক কমেন্ট করি তাদের পোস্ট গুলোই বারবার আমাদের নিউজ ফিডে আসে।
আপনার নিউজ ফিডে কার কার পোস্ট আসবে সেটা কিন্ত আগে থেকেই ফেসবুক ঠিক করে রাখে না। বরং আপনার পছন্দের উপর ভিত্তি করে আপনার ফিডে পোস্ট আসে। আপনি আপনার পছন্দ পরিবর্তন করলে আপনার ফিডের পোস্ট গুলোও পরিবর্তন হয়।
এটাই হচ্ছে এআই এর কাজ।
দুই, ইউটিউব এর কথাই ধরেন। আপনি যেই ধরণের ভিডিও দেখবেন, কোটি কোটি ভিডিও এর মধ্যে থেকে সেই ধরণের ভিডিও ই আপনার সামনে আনবে ইউটিউব।
এটাও এআই প্রযুক্তির কাজ।
অর্থাৎ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ নির্দেশনা এবং পরিস্থিতির আলোকে এটি সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
বর্তমানে যে ড্রাইভলেস গাড়ি আবিষ্কৃত হয়েছে তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়েই চালিত হয়। অর্থাৎ একজন দক্ষ ড্রাইভারের মতোই কাজ করে এআই প্রযুক্তি।
আবার গুগল এসিস্ট্যান্ট কথাই ধরুন। গুগল এসিস্ট্যান্টকে আপনি কোন প্রশ্ন করলেই উত্তর পাবেন । এটিও এআই এর কাজ।
বর্তমানে প্রায় সর্ব ক্ষেত্রেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে।
এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনি চাইলে আপনার বাসায় টিভি, লাইট প্রভৃতি ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি টিভিকে অন হতে বললেই টিভি অন হবে, আবার অফ হতে বললেই অফ হবে। কোন সুইচ টিপতে হবে। শুধু আপনার মৌখিক নির্দেশনার মাধ্যেই এ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা।
এ সম্পর্কে পরের পোস্টে আলোচনা করব। আজ এ পর্যন্তই।

আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments