সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অব পাওয়ার সিস্টেম


 ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুরো ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম তথা জেনারেশন থেকে বিতরণ পর্যন্ত একটি সিঙ্গেল লাইনের মাধ্যমে অতি সহজ ভাবে তুলে ধরা যায় এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এবং কর্মীদের কাছে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার এই সেক্টরে চাকুরি প্রত্যাশীদের জন্যও একটি সমান গুরুত্ব।  কারণ ইলেকট্রিক্যাল সেক্টরের বিভিন্ন চাকরির পরীক্ষায় এটি প্রায়ই আসে।


আজকে আমি এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি আপনাদের সামনে ব্যাখ্যা করব।

পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম প্রধান তিনটি ধাপে সম্পূর্ণ হয়। আর প্রথম ধাপে হল, জেনারেশন।
প্রথমে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন করা হয়। এখানে বলে রাখা ভালো যে, ইলেকট্রিক্যাল পাওয়ার আসলে তৈরি করা হয় না বরং মেকানিক্যাল বা থারমাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট বা রূপান্তর করা হয়। কারণ আমরা জানি শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। শুধুমাত্র শক্তিকে এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর করা যায়। সুতরাং পাওয়ার জেনারেটিং স্টেশন বা বিদ্যুত উৎপাদন কেন্দ্র গুলোতে মেকানিক্যাল বা থারমাল শক্তিকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুত শক্তিতে রূপান্তর করা হয় বা সহজ ভাষায় বিদ্যুত শক্তি উৎপাদন করা হয়। বেশিরভাগ পাওয়ার প্লান্টে 11 কেভি ভোল্টেজে বিদ্যুত উৎপাদন করা হয়। এরপর সেই বিদ্যুতকে উচ্চ ভোল্টেজে (11/132 কেভি) ট্রান্সমিশন লাইনে প্রেরণ করা হয়। এই ট্রান্সমিশন লাইনে যেহেতু সকল পাওয়ার প্লান্ট বিদ্যুত শক্তি সরবরাহ করে তাই এটিকে বলা হয় ন্যাশনাল গ্রিড।  পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বাংলাদেশের ট্রান্সমিশন লাইনের তদারকি করে থাকে।


132 কেভি থেকে আবার দ্বিতীয় পর্যায়ে এটিকে 33 কেভি ট্রান্সমিশন করে ডিস্ট্রিবিউশন সাব-স্টেশন পৌঁছে দেওয়া হয়। ডিস্ট্রিবিউশন সাব-স্টেশনে এটিকে আবার 33 কেভি থেকে 11 কেভি তে পরিবর্তন করে ডিস্ট্রিবিউশন লাইনে প্রেরণ করা হয়। 11 কেভি লাইন থেকে পোল মাউন্টেড সাব-স্টেশন এর মাধ্যমে এটিকে 440 ভোল্ট 3 ফেজ 4 ওয়্যার এবং 220 ভোল্ট 1 ফেজ 2 ওয়্যার এর মাধ্যমে গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়।

এখানে বলে রাখা ভাল যে, যে সকল গ্রাহকের সর্বোচ্চ চাহিদা 7.5 kW তারা 220 ভোল্ট লাইন পায়, যাদের সর্বোচ্চ চাহিদা 80kW তারা 440 ভোল্ট ডিস্ট্রিবিউশন লাইন থেকে সংযোগ পান।

যাদের চাহিদা 50 kW - 5 MW তারা সরাসরি 11 কেভি ডিস্ট্রিবিউশন লাইন থেকে সংযোগ পান।

যাদের চাহিদা 5 MW - 30 MW তারা সংযোগ পান 33 কেভি সেকেন্ডারী ট্রান্সমিশন লাইন থেকে।

যাদের চাহিদা 20 MW - 140 MW তারা 132 কেভি ট্রান্সমিশন লাইন থেকেই সংযোগ পান। আর যাদের চাহিদা 140 মেগাওয়াট এর বেশি তারা সরাসরি 230 কেভি ট্রান্সমিশন লাইন থেকে সংযোগ পান।  এই সকল বড় বড় কনজিউমার উচ্চ ভোল্টেজের লাইন নিয়ে নিজস্ব সাব-স্টেশন তৈরির মাধ্যমে তাদের বিভিন্ন লোড অনুসারে প্রয়োজনীয় ভোল্টেজে রূপান্তর করে।

আমার কর্মস্থলে বিদ্যুতের চাহিদা 450 কিলোওয়াট হওয়াতে আমরা সরাসরি 11 কেভি ডিস্ট্রিবিউশন লাইন থেকে সংযোগ পেয়েছি এবং 11কেভি/440 ভি সাব-স্টেশন এর মাধ্যমে আমরা 440 এবং 220 ভোল্টে রূপান্তর করে লোডে সাপ্লাই দিই।

Post a Comment

1 Comments

  1. Betway Casino, Atlantic City - Mapyro
    Get directions, reviews and information for 의왕 출장안마 Betway Casino, Atlantic 시흥 출장샵 City in Atlantic City, NJ. In this section, you'll find 여수 출장마사지 information 제주 출장안마 about the 김포 출장마사지 site including

    ReplyDelete