স্টোরিয়া, ই-কমার্স ওয়েবসাইট তৈরির সহজ সমাধান।


স্টোরিয়া কি সেটি জানার আগে একটি উদাহরণ দিই।
যেমন মার্কেট বলতে আমরা সাধারণত বুঝি একটি বহুতল বা এক তলা ভবন । সেখানে বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান আছে।
যেমন সাভারের সিটি সেন্টার এবং নিউমার্কেট ।
নিউমার্কেট এর কথাই বলি। এখানে মার্কেট কর্তৃপক্ষ মার্কেট তৈরি করেছে । সেখানে বিভিন্ন ব্যবসায়ী দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেছে। দোকানের মূল কাঠামো তৈরি করেছে মার্কেট কর্তৃপক্ষ এবং সিকিউরিটি ব্যবস্থা বিদ্যুত্ ব্যবস্থা সবকিছু তারা করেছে। এখন প্রত্যেক ব্যবসায়ী তাঁদের ব্যবসার ধরণ অনুযায়ী তাঁদের দোকান সজ্জিত করেন।
ব্যবসায়ী কে বিল্ডিং বানানো, সিকিউরিটি, গ্যাস বিদ্যুত্, অগ্নি নিরাপত্তা এসব করার কোন ঝামেলা পোহাতে হচ্ছে না। সে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে রেডিমেড একটি দোকান পেয়ে যাচ্ছে । 

সেই দোকান কে আবার সে নিজের ইচ্ছে মতো সাজাতে পারছে। 
 
এখন যদি স্টোরিয়া কে নিউমার্কেট এবং দোকান কে ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে তুলণা করেন তাহলে খুব সহজেই বুঝে যাবেন।
স্টোরিয়া এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে খুব সহজেই একটি ই-কমার্স ওয়েব সাইট তৈরি এবং নিয়ন্ত্রণ করা যায়। স্টোরিয়া সব কিছু তৈরি করেই রেখেছে শুধু সেখানে দোকানের (ই-শপ )এর নাম দিয়ে তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলেই একটি কন্ট্রোন প্যানেল পেয়ে যাবেন। যেখানে আপনার ইচ্ছে মতো থিম দিয়ে আপনি আপনার দোকান সাজাতে পারেন কোনো রকম কোডিং করা ছাড়াই।

এখন হয়তো ভাবছেন এটা কি ফ্রি? না টাকা দিতে হয়?আর টাকা লাগলে কত?

আপনি কি ভাই নিউমার্কেটে একটি দোকান ফ্রি ভাড়া পাবেন?
অবশ্যই না।
স্টোরিয়াও আপনাকে ফ্রি দিবে না।
তবে আপনি একুশ দিন পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবেন।
তারপর ভাল লাগলে পেইড সেবা নিতে  পারবেন।
স্টোরিয়া তিনটি প্যাকেজ অফার করে।
১. স্বপ্ন
 এই প্যাকেজে এক বছরের জন্য ৪৯৯৯ টাকা লাগবে। এতে ৫০ টি প্রডাক্ট এবং প্রতিটি প্রডাক্ট এ ২ টি ছবি আপলোড করতে পারবেন।

২. সাহস
 এটাতে ৬ মাসের জন্য দিতে হবে ৪৯৯৯ টাকা এবং এক বছরের জন্য ৮৯৯৯ টাকা। ২০০ প্রডাক্ট এবং প্রতি প্রডাক্ট এ ৪ টি ছবি আপলোড করা যাবে।

 ৩. সফল। 

এটি তিন মাসের জন্য ৫৯৯৯ টাকা
৬ মাসের জন্য ৯৯৯৯ টাকা এবং
১ বছরের জন্য ১৭,৯৯৯ টাকা ।
এই প্যাকেজে ৫০০ প্রডাক্ট এবং প্রতি প্রডাক্ট এর জন্য ৬ টি ছবি আপলোড করতে পারবেন।
এছাড়াও প্রতিটি প্যাকেজের জন্য আলাদা আরো ফিচার আছে।
স্টোরিয়া এর ওয়েবসাইটে গেলেই সব বিস্তারি জানতে পারবেন।

Post a Comment

2 Comments