স্টোরিয়াতে ই-কমার্স ওয়েবসাইট তৈরি এবং থিম কাস্টমাইজেশন

বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান ই-কমার্স ইডাস্ট্রিকে উদ্যোক্তাদের জন্য আরো সহজ করার প্রত্যয়ে তৈরি হয়েছে স্টোরিয়া। স্টোরিয়া থেকে আপনি খুব সহজেই আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট, যাকে বলি অনলাইন স্টোর, বানাতে পারবেন খুব সহজেই।
আজ আমি দেখাবো, স্টোরিয়া থেকে কিভাবে আপনি আপনার স্টোর তৈরি করবেন ।

প্রথমেই স্টোরিয়ার ওয়েবসাইটে যান । স্টোরিয়ার ওয়েব এড্রেস: www.storrea.com
নিচের ছবির মতো একটি পেজ আসবে যেটি স্টোরিয়ার হোম পেজ। এখানে বাম পাশে মাঝামাঝি অবস্থানে লেখা আছে Store Name এখানে আপনার স্টোরের নাম লিখে Create Now বাটনে ক্লিক করুন। 

এখন আপনি সাইনআপ ফরম সম্বলিত  একটি নতুন পেজ পাবেন। সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, আপনার নাম, ব্যবসায়ের ধরন এবং Are you currently selling? এর নিচে Please choose one এ ক্লিক করে প্রাপ্ত ড্রপডাউন মেনু থেকে আপনার জন্য প্রযোজ্য অপশনটি বাছাই করুন। এর পর নিচের  I am not a robot  লেখার পাশের চেকবক্সে ক্লিক করুন। তারপর সঠিক ক্যাপচা সিলেক্ট করে Create my store বাটনে ক্লিক করুন। 

ব্যাস, আপনার ই-কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গেল।

সাথে সাথে আপনার স্ক্রিনে একটি ওয়েলকাম পেজ প্রদর্শিত হবে এবং সেই পেজে আপনি আপনার ওয়েবসাইটের লিংক (https://robisstore.storrea.com)  এবং এডমিন প্যানেলের লিংক (https://robisstore.storrea.com/admin/index)পাবেন । 
এখানে একটি কথা বলে রাখা ভাল যে, আমার সাইটটি এখন স্টোরিয়ার ডোমেইনের সাব-ডোমেইনে আছে। এই জন্য সাইটের লিংকটি https://robisstore.storrea.com এমন দেখাচ্ছে। কিন্তু আপনি যখন স্টোরিয়ার পেইড সার্ভিস নিবেন তখন আপনার মূল ডোমেইনেই আপনার ওয়েবসাইট থাকবে । ডোমেইন নেইমের প্রাপ্তিতার সাপেক্ষে তখন আপনার লিংক হবে robisstore.com এই রকম।


খুব সহজেই তৈরি হয়ে গেল আপনার অনলাই স্টোর । এখন এটিকে একটু সাজানো দরকার।
তাহলে চলুন দেখি কি ভাবে সাজাবেন আপনার স্টোর।
প্রথমেই আপনার এডমিন প্যানেলে চলে যান। যদি সরাসরি লিংক না থাকে । তাহলে স্টোরিয়ার ওয়েবসাইটে  (www.storrea.com) যেতে হবে।
এরপর একদম মেনুর ডানপাশে  Login লেখার উপর কার্সর রাখলেই দেখবেন Store Admin এবং Store Staff লেখা। Store Admin এ ক্লিক করে একটি লগিন পেজ পাবেন । সেখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করলেই আপনার ড্যাশবোর্ড ওপেন হবে।


এখন আসুন সর্ব প্রথম আপনার স্টোরের জন্য একটি মানানসই থিম নির্বাচন করি। ড্যাশবোর্ডের ডান পাশে Store এ ক্লিক করুন।
এবার ড্রপডাউন মেনু থেকে Theme এ ক্লিক করলে আপনি বেশ কিছু থিম পাবেন । এর মধ্য থেকে যে থিম আপনার পছন্দ সেই থিমের নিচে লক্ষ করুন Live Demo এবং Install Theme লেখা আছে। এই থিম দেখতে কেমন লাগবে সেটা দেখতে Live Demo তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডোতে আপনি সেই থিম দেখতে পাবেন। এখন যদি পছন্দ হয়্ । তাহলে, Install করুন থিমটি আপনার স্টোরে Active হয়ে যাবে।

এখন আসুন, আপনার সাইটে লগো, ফেভিকন এবং হটলাইন নাম্বার যুক্ত করি।
লগো সেট করার জন্য ড্যাশবোর্ডের বাম পাশে লেখা  Store এ ক্লিক করুন। এখানে একটি ড্রপডাউন মেনু ওপেন হবে। Theme Customization  এ ক্লিক করুন।
এখানে Main Setting ওপেন অবস্থায় পাবেন। ‍যদি ক্লোজ থাকে তাহলে Main Setting  এর উপর ক্লিক করলেই ওপেন হবে এবং আপনি নিচের ছবির মতো দেখতে পাবেন। 

 Shop logo for header এর নিচে Brows লেখায় ক্লিক করুন। আপনার ফাইল ওপেন হবে । সেখান থেকে আপনার লগো সিলেক্ট করে ওপেন করুন।
ঠিক একই ভাবে ফুটারের জন্য লগো সেট করুন (আপনার থিমে যদি থাকে)। আপনার ‍যদি লগো না থাকে এবং যদি আপনি আপনার স্টোরের নাম লগো হিসেবে দেখাতে চান তাহলে I don't have a logo. Display my store name as logo এর বাম পাশে চেক বক্সে ক্লিক করুন।
এরপর একটি Favicon সেট করুন।
Favicon না থাকলে www.favicon-generator.org এখান থেকে একটি ফেভিকন জেনারেট করুন এবং তারপর সেট করুন।
ফেভিকনের নিচে Hotline Number  মানে ২৪ ঘন্টা আপনার সাথে কাস্টমার যেই নাম্বারে যোগাযোগ করতে পারবে সেই নাম্বর দিন।
এরপর উপরের দিকে ডান পাশে  Update Theme লেখা বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার লগো, ফেভিকন এবং হটলাইন নাম্বার আপনার ওয়েবসাইটে সংযুক্ত হয়ে গেল।
এখন আপনার ওয়েব সাইটটি ভিজিট করে দেখুন সবকিছু ঠিকঠাক মতো হলো কি না।
আপনার ড্যাশবোর্ডের উপরে ডান পাশে Go to your store লেখায় ক্লিক করুন।
অথবা আপনার স্টোর এড্রেস দিয়ে দিয়ে ভিজিট করুন। নিচের মতো দেখাবে।

এখন আসুন আপনার ওয়েব সাইটে আপনার বিভিন্ন সোসাল মিডিয়া, যেমন ফেসবুক পেজ, টুইটার, গুগল প্লাস প্রভৃতি সংযুক্ত করি।
এটা করার জন্য আবার আপনার ড্যাশবোর্ডে যান। এখান থেকে আগের মতোই Store > Theme Customization এ ক্লিক করেন। স্ক্রোল করে পেজের নিচের দিকে যান। 


নিচ থেকে ৩ নং অপশন, Social Media Settings এ ক্লিক করুন।
নিচের ছবির মতো দেখতে পাবেন। এখানে যে লিংক গুলো দেখতে পাচ্ছেন সেগুলো কেটে দিয়ে আপনার স্টোরের সোসাল সাইট গুলোর লিংক দেন। যেমন আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়েছি ।


আপনার সব গুলো লিংক দেওয়া হলে  Update Theme  এ ক্লিক করুন।
এবার আপনার সাইট টি রিলোড দিয়ে দেখুন। আপনার সোসাল মিডিয়ার প্রোফাইল/পেজ গুলো আপনার ওয়েব সাইটে এড হয়েছে। যেমন আমার সাইটটিতে দেখুন আমার ফেসবুক পেজ এড হয়েছে। 

আমার ওয়েবসাইট সরাসরি ভিজিট করতে এই লিংকে যান https://robisstore.storrea.com
এখানে একটি কথা বলে রাখা ভাল যে, আমার সাইটটি এখন স্টোরিয়ার ডোমেইনের সাব-ডোমেইন হিসেবে আছে। এই জন্য লিংকটি robisstore.storrea.com  এমন দেখাচ্ছে। কিন্তু আপনি যখন স্টোরিয়া থেকে পেইড সার্ভিস নিবেন তখন আপনার মূল  ডোমেইনে আপনার ওয়েবসাইট থাকবে । তখন আপনার লিংক হবে robisstore.com এই রকম।
স্টোরিয়াতে ওয়েবসাইট বানানো কত্তো সহজ, তাইনা?
আজ এ পর্যন্তই, পরবর্তী পোষ্টে আমরা ওয়েব সাইটে প্রোডাক্ট আপলোড করা শিখব ইনশাআল্লাহ।  সকলেই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।   

Post a Comment

0 Comments