কিভাবে একটি পডকাস্ট তৈরি করবেন



আসসালামুআলাইকুম।
আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন।
আলহামদু্লিল্লাহ আমিও ভাল আছি।
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে আজকের প্রেজেন্টেশন শুরু করছি।
আজকের বিষয় : কিভাবে একটি পডকাস্ট তৈরি করবেন?

তার আগে একটু জেনে নেওয়া যাক, পডকাসট আসলে কি ?
পডকাস্ট একটি অডিও ওয়েব কনটেন্ট যা কোন বিষয়ের উপর সিরিজ আকারে তৈরি  করা হয়। ইউজাররা ওয়েবসাইট থেকে পডকাস্ট সরাসরি শুনতেও পারে আবার ডাউনলোড করেও শুনতে পারে।
এটা ইউটিউবের ভিডিও কনটেন্ট এর মতোই।
পডকাস্ট যে শুধু অডিও কনটেন্ট ই হবে এমন কোনও কথা নেই। এটা ভিডিও কনটেন্ট ও হতে পারে।
ভিডিও কনটেন্ট হলে তখন তাকে ভিডিও পডকাস্ট, ভটকাস্ট বা ভ্লগস বলে।
আমরা যেহেতু ফেসবুক এ পডকাস্ট অনুশীলন করি এবং ফেসবুক যেহেতু অডিও কনটেন্ট সাপোর্ট করে না, তাই আমরা ভিডিও পডকাস্ট তথা ভডকাস্ট এর তৈরি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব।

একটি ভটকাস্ট বানানোর জন্য ৩ টি উপাদান লাগবে তার সাথে লাগবে একটি ভিডিও এডিটিং এপ।
উপাদান গুলো-
১। পডকাস্ট এর স্ক্রিপ্ট রেকর্ড করা।
২। সেই সম্পর্কিত কিছু ফটো
৩। সাউন্ড ইফেক্ট (অপশনাল)
উপাদান গুলো তৈরি হওয়ার পর আপনাকে ভিডিও এডিটিং এপটি ওপেন করতে হবে।
তারপর সেই এপের সিস্টেম  অনুসারে ফটে, অডিও ফাইল এবং যদি সাউন্ড ইফেক্ট দিতে চান তাহলে সেটিও এপের ভেতর নিয়ে আসতে হবে।
তারপর বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে সুন্দর করে পডকাস্টটি থেরি করতে হবে।
সবশেষে এক্সপোর্ট করতে হবে।
এরপর আপনি ফেসবুকে আপলোড করতে পারেন আপনার পডকাস্ট।
আজ এখানেই শেষ করতে হচ্ছে। পরে এই ব্যাপারে বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments