গুগল সার্চের কৌশল ০৭



আসসালামুআলাইকুম। 

আশাা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন।
আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি। আজকে ফ্রি সময় পেয়েছি । তাই সকাল সকাল গুগল সার্চের পোষ্ট নিয়ে হাজির হলাম। এই সপ্তাহে যেহেতু আমার নাইট ডিউটি । তাই, এই সপ্তাহ প্রতিদিন সকালেই পোষ্ট দিব, ইনশাআল্লাহ ।
গুগল সার্চ এর বিভিন্ন কৌশল সম্পর্কে আমাদের জানা হলো । এখন একটু ব্যতিক্রমি কিছু জানব।
গুগল কে আপনি ক্যালকুলেটর, স্টপওয়াচ, টাইমার , ইউনিট কনভার্টার এবং কারেন্সি কনভার্টার হিসেবেও ব্যবহার করতে পারবেন।

ক্যালকুলেটর: মনে করেন আপনি 45-9+4*7/9 এই অংকটি করবেন কিন্তু ক্যালকুলেটর নেই।
এই অংকটি শুধু গুগল সার্চবারে লিখে সার্চ দিলেই এর উত্তর সহ একটি ক্যালকুলেটর চলে আসবে। আপনি সেই ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনও অংক করতে পারে। 

আবার মনে করেন আপনি sin77˚ এর মান জানেন না।
তাহলে sin77˚ লিখে সার্চ দিলেই এর মান চলে আসবে। 


 টাইমার এবং স্টপওয়াচ:
গুগলে টাইমার বা স্টপওয়াচ লেখে সার্চ দিলেই আপনার সামনে একই সাথে টাইমার এবং স্টপওয়াচ এনে দিবে।
আপনি টাইমার এ ১০ মিনিট সেট করে একটি পোষ্ট লেখা শুরু করলেন। ১০ মিনিট শেষ হলেই টাইমার এলার্ম দিতে থাকবে। বেসিক রাইটিং প্র‌্যাক্টিস এর জন্য এটা খুব দরকারি ছিল। 
আবার হয়তো আপনি দেখতে চাচ্ছেন যে একটি পোষ্ট লেখতে আপনার কত সময় লাগে?
তাহলে স্টপওয়াচটি চালু করে লেখা শুরু করেন । এবং লেখা শেষ হলে স্টপওয়াচটি দেখেন কত মিনিট লাগলো। 


ইউনিট কনভার্টার:
৩ কেজিতে কত পাউন্ড বা ২০০০ মিটার সমান কত গজ, এমন হাজারো সমস্যার সমাধান দিবে গুগল।
গুগলে  unit converter বা kg to pound বা meter to yard বা এই জাতীয় কিছু লেখে সার্চ দিলেই একটি ইউনিট কনভার্টার চলে আসবে। আপনি ইচ্ছেমত দেখতে পারেন। 

কারেন্সি কনভার্টার : এটিও ইউনিট কনভার্টার এর মত কাজ করবে। তবে এটি ‍বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে সম্পর্ক দেখাবে।
কত টাকায় কত ডলার বা সৌদি রিয়েল তা এর মাধ্যমে দেখতে পারবেন। 

এছাড়াও বিভিন্ন কনস্ট্যান্ট মান গুগল সার্চ করে জানতে পারবেন।
আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।

Post a Comment

3 Comments

  1. I don't understand well timer and stop watch.please detail.

    ReplyDelete
    Replies
    1. Suppose you want to check your typing speed on pc. You want to know that how many words can you type in 5 minutes. Now, the easiest way of checking your typing speed is using a timer. Now you set 5 minutes in timer and start to write. after 5 minutes the timer will alarm you. now count the words. It is the use of timer.

      Delete
  2. on the other hand if you want to check how much time do you need to type 100 words. then start your stopwatch and write 100 words. then see the stopwatch how many minutes did you need.

    ReplyDelete