বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ইন্টারনেটকে কাজে লাগিয়ে
আনন্দ বিনোদন থেকে শুরু করে লেখাপড়া এবং হাটবাজার সব কিছুই আমরা করছি । প্রথাগত সব
পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে গমনের পথে যেমন সুবিধা আছে তেমনি আছে কিছু জটিলতা। কিন্তু কোন জঠিলতাই বেশিদিন টিকে থাকতে পারেনা।
দিন যত যাচ্ছে ডিজিটাল প্রযুক্তি ততই উন্নত হচ্ছে।
ই-কমার্স সেকটর আমাদের দেশের অনেক বড় একটি সম্ভাবনা। কিন্তু
এটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হওয়ায় অনেক উদ্যোক্তাকেই বেগ পেতে হয় নিজের ব্যবসা সামাল
দিতে।
ই-কমার্স উদ্যোক্তাদের এসব প্রযুক্তিগত জটিলতা থেকে মুক্তিদিতে
তৈরি হয়েছে স্টোরিয়া।
স্টোরিয়ার মাধ্যমে খুব সহজেই একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি
করা যায় । এটি একেবারে ফেসবুক পেজ তৈরি করার মতই সহজ।
স্টোরিয়ার স্টেরি:
২০১৫ সালে, বাংলাদেশের চার তরুণ
মোঃ আল আরমান, শাহনেওয়াজ শাওন, হাসিব বিন রফিক এবং আব্দুল্লাহ আল তারিফ এমন একটি প্লাটফর্ম
তৈরি করার চিন্তা করেন যাতে ই-কমার্স উদ্যোক্তাগণ খুব সহজেই তাদের ই-শপ তৈরি করতে পারবেন।
তারপর কাজ শুরু করেদেন স্টোরিয়া প্রতিষ্ঠার জন্য। দীর্ঘ এক বছর কাজ করার পরে ২০১৬ সালের
১লা জানুয়ারি স্টোরিয়া যাত্রা শুরু করে।
স্টোরিয়া নামকরণের ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আল আরমান বলেন:
"প্রতিটি উদ্যোগের পেছনেই নিজস্ব একটা গল্প (স্টোরি) থাকে যা উদ্যোক্তা তার অনলাইন স্টোরের মাধ্যমে তুলে ধরতে পারেন। 'স্টোরিয়া' নামকরণ করা হয়েছে উদ্যোক্তার স্টোর এবং স্টোরি এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে। ইংরেজীতে বলা যায় Storrea is a platform to tell your story to the world through your online store."
স্টোরিয়ার ওয়েব এড্রেস: www.storrea.com
"প্রতিটি উদ্যোগের পেছনেই নিজস্ব একটা গল্প (স্টোরি) থাকে যা উদ্যোক্তা তার অনলাইন স্টোরের মাধ্যমে তুলে ধরতে পারেন। 'স্টোরিয়া' নামকরণ করা হয়েছে উদ্যোক্তার স্টোর এবং স্টোরি এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে। ইংরেজীতে বলা যায় Storrea is a platform to tell your story to the world through your online store."
স্টোরিয়ার ওয়েব এড্রেস: www.storrea.com
স্টোরিয়া খুবই ইউজার ফ্রেণ্ডলী প্লাটফর্ম এবং এটি উদ্যোক্তাদেরকে
অনেক ঝামেলা এবং খরচ থেকে রেহাই দিয়েছে। আমি আশা করি স্টোরিয়া বাংলাদেশের ই-কমার্স
সেকটরে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
0 Comments