কিভাবে উই এর মেম্বার হবেন।



উই, ওমেন এন্ড ই-কমার্স ফোরাম বা Women and e-Commerce Forum (WE) একটি ফোরাম যা নারী ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, গাইড লাইন, প্রডাক্ট এবং ব্রান্ডকে প্রমোট করানো, আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের সুযোগ, ওয়ার্কশপ কারানো এবং উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্ক বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে এই নারী উদ্যোক্তাদের সংগঠন, উই।
 উই এর প্রেসিডেন্ট জনাবা নাসিমা আক্তার নিশা। এটি যদিও নারীদের সংগঠন কিন্তু খুব শীঘ্রই পুরুষদেরকেও সংযুক্ত করা হবে এতে।
তাহলে আসুন জেনে নিই কি ভাবে উই এর সদস্য হবেন।
মেম্বারশীপ ফি ১৫০০/=(একহাজার পাঁচশত টাকা মাত্র)বিকাশ এর মাধ্যমে পাঠাতে (সেন্ড মানি করতে) হবে ।
 বিকাশ নাম্বার: ০১৭১১৫৬৮৭১০ (পার্সোনাল)

এরপর নিন্মোক্ত ডকুমেন্ট এর স্ক্যান কপি উই এর পেজে গিয়ে  ইনবক্স করতে হবে।
১। উদ্যোক্তার পাসপোর্ট সাইজের ছবি।
২। জাতীয় পরিচয় পত্র।
৩। ট্রেড লাইসেন্স।
৪। কোম্পানির লগো (যদি থাকে)।
৫। টিন সার্টিফিকেট (যদি থাকে)।
৬। বিকাশে টাকা পাঠানের মেসেজের স্ক্রিনশট অথবা যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৪ সংখ্যা।
এসকল ডকুমেন্ট পাঠানোর পর নিচের লিংকে গিয়ে ফরম পূরন করতে হবে।
এরপর উই থেকে আপনার ইমেইলের মাধ্যমে আপনার মেম্বারশীপ নিশ্চিত করবে।
যেদিন মেম্বারশীপ পাবেন সেদিন থেকে একবছর পর্যন্ত আপনি উই এর সকল সুযোগ সুবিধা যা প্রথমেই বর্ণনা করেছি উপভোগ করতে পারবেন।

Post a Comment

0 Comments