পর্ব: ০৩ (ইমেইল একাউন্ট খোলা)
রাইসা আপুর মাথা থেকে পডকাস্টের ভূত
নেমে গিয়ে এখন ইমেইলের ভূত চেপে বসেছে।
তাই তিনি আমাদের আইটি এক্সপার্ট আফরিন
আপুর কাছে এসেছে আজ ইমেইল একাউন্ট খোলার জন্য।
আফরিন: আমি চিন্তা করেছি যে আর কাউকে
এভাবে সরাসরি সাহায্য করব না।
রাইসা: (মস খারাপ করে) মানে? আমাকে
ইমেইল খোলে দিবে না?
আফরিন: আরে পাগলি, ‘দিবনা’
এই কথা বলেছি নাকি?
রাইসা: তাহলে…?
আফরিন: আমি তোমাকে আজ শিখিয়ে দিব যে
কিভাবে একটি ইমেইল খুলতে হয়।
রাইসা: ওয়াও! আচ্ছা ইমেইল খুলতে কি টাকা
লাগে?
আফরিন: না। শুধু একটি মোবাইল নাম্বার
হলেই হবে।
রাইসা: আচ্ছা, একটা
নাম্বার দিয়ে কয়টি ইমেইল খোলা যায়?
আফরিন: একটি নাম্বার দিয়ে প্রতিটি ইমেইল
প্রভাইডারে একটি করে ইমেইল খুলতে পারবে।
রাইসা: প্রভাইডার আবার কি রে বাবা?
আপরিন: প্রভাইডার মানে যারা এই ইমেইল
সার্ভিস পরিচালনা করে।
রাইসা: আমার তো মাথা উপর দিয়ে গেল সব।
আফরিন: আচ্ছা আমি কয়েকটি ইমেইল প্রভিইডার
অর্থাৎ ওয়েবসাইট এর নাম বলছি।
যেমন গুগল, ইয়াহু, মাইক্রোসফ্ট, এক্সমেইল, ইয়ানডাক্স এসকল ওয়েব সাইট আমাদেরকে ইমেইল সেবা দিয়ে থাকে । তাই এগুলোকে
ইমেইল প্রভাইডার বলা হয়।
রাইসা: হুমম.. এবার বুঝলাম। তার মানে
আমি একটি নাম্বার দিয়ে গুগলে একটা আবার ইয়াহুতে একটা এভাবে প্রতিটাতে শুধু একটি
করেই ইমেইল খুলতে পারব।
আফরিন: এই তো খুব সুন্দর বুঝেছো।
রাইসা: আচ্ছা, আমার
বান্ধবী বন্যার নাকি জিমেইল আছে। সেটা আবার কি?
আফরিন: গুগলের ইমেইলকে জিমেইল বলা হয়।
একই ভাবে তুমি যদি ইয়াহুতে ইমেইল খোল তাহলে সেটা হবে ইয়াহু মেইল আবার যদি
মাইক্রোসফ্ট এ খুলো সেটা হবে হটমেইল বা আউটলুক।
মাইক্রোসফ্ট এ খুলো সেটা হবে হটমেইল বা আউটলুক।
রাইসা: বাব্বাহ! তুমি এতা কিছু জানো!
আজ অনেক কিছু শিখলাম তোমার কাছ থেকে। আজ
আর ইমেইল খোলা শিখবনা রে । টিউসনির সময় হয়ে গেছে। আগামী কাল আবার আসব ।
আফরিন: ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই
শেষ।
0 Comments