পডকাস্ট
সমাচার : গল্পে গল্পে পডকাষ্ট। পডকাস্ট
নিয়ে এটি আমার দ্বিতীয় পোষ্ট । আগের পোষ্টে পডকাস্ট কি সেটা তুলে ধরেছিলাম । এই
পোষ্টে গল্পে গল্পে একটু বুঝানোর চেষ্টা করব। Raisa
Tasnimআপু অনেক মজার মজার গল্প জানে । তাঁর ছোট ভাই বোনেরা এমনকী
বড়রাও তাঁকে পেলে গল্প না শুনে ছাড়ে না। রাইসা আপু একদিন চিন্তা করল যে
মানুষ আমার গল্প এতো পছন্দ করে তাহলে আমি রেডিও বা টিভি তে আমার গল্প বললে কেমন
হবে ? অনেক মানুষ আমার গল্প শুনতে পারবে। কিন্তু রেডিও তে চান্স পাওয়া তো আর
চারটেখানি কথা না। তাই সে পরামর্শ নেওয়ার জন্য আমার
আপু Afrina
Sharminএর কাজে গেল। আফরিনা শারমিন আপু একটু ইনটারনেট
টিন্টারনেট ভাল বুঝে আবার নাকি ফ্রিলান্সিং ও করে। তাই রাইসা আপু আসলো আফরিনা আপুর
কাছে। আফরিনা
আপু সব শুনে বললো এটাতো কোনো ব্যাপারই না। এই ইন্টারনেটের যুগে কি রেডিও টিভির আর
বেইল আছে? তুমি তোমার গল্প ইউটিউবে ছারতে পার । তাহলে সারা বিশ্বের মানুষ
তোমার গল্প শুনতে পারবে। রাইসা
আপু বলল ইউটিউবে
তো মানুষ ভিডিও দেখে এতে আবার অনেক এমবি ও লাগে কিন্তু আমার তো ভিডিওর দরকার নাই
আমি শুধু আমার অডিও গল্প শুনাতে চাই , আমি আমার ফেস দেখাব না
। আফরিনা
আপু তো চিন্তায় পরে গেল। তারপর
হঠাৎ আপু বলে উঠলো- ইউরেকা ইউরেকা উপায় একটি পেয়েছি। রাইসা:
কি উপায়?
আফরিনা:
পডকাস্ট রাইসা
: সেটা আবার কি? আফরিনা
: তুমি যেটা করতে চাচ্ছো সেটাই পডকাস্ট । মানে, তোমার গল্পে অডিও সিরিজ ইন্টারনেট
এর মাধ্যমে প্রচার করা।
রাইসা
: এখন এটা কি ভাবে করব বল । আফরিনা
: তুমি তোমার গল্প গুলো একটা একটা করে রেকর্ড করবে। তারপর নিজে একটি ওয়েবসাইট খুলে বা অন্যের ওয়েবসাইট
রেজিষ্ট্রেশন করে সেখানেও আপলোড দিতে পার। এরপর রাইসা আপু বাসায় গিয়ে কয়েকটি গল্প রেকর্ড করল। তারপর কি হলো আমরা রাইসা আপুর কাছ থেকেই শুনব।
Assalamualaikum.
Hi, I am Md. Rabiul Islam from Bangladesh. I am here to share with you all my experiences, thoughts and knowledge.
I am a student and job holder. I work in a garments factory in Dhaka. I study at Manarat International University, Dhaka. I am studying in B.Sc in Electrical and Electronics Engineering. My hobby is gaining knowledge and spreading it to others. I hope you will enjoy my blog.
Thanks
0 Comments