পর্ব: ০২
রাইসা আপু বাসায় এসে শুরু করল তার গল্প রেকর্ড করা্
৫টি গল্প রেকর্ড করে সে চাইলো তার পডকাস্ট গুলো একটি সাইটে আপলোড করতে।
আপরিনা আপু তাকে একটা লিংক দিয়েছিলেন পডকাস্ট সাইট এর। যেখানে পডকাস্ট আপলোড করা যায় এবং অন্যের পডকাস্ট শুনা যায়। এমনকি সেখানে লাইভ পডকাস্টও করা যায়।
রাইসা সেই সাইটে ডুকতেই পডকাস্ট আপলোড করার জন্য তাকে রেজিষ্ট্রেশন করতে বলল। কিন্তু রেজিষ্ট্রশন করতে ইমেইল লাগবে আপুর তা নেই।
ই-মেইল কিভাবে খুলে সেটাও তিনি জানেন না।
তাই আবার আফরিনা আপুকে কল করে সব বলল।
আফরিনা: তুমি যেহেতু ই-মেইল খুলতে পার না। তাহলে আপাতত পডকাস্ট আপলোড করা বাদ দেও। আপাতত ডিএসবি গ্রুপে পডকাস্ট চর্চা কর।
রাইসা: ঠিক আছে তাহলে পডকাস্ট সাইটে পরে আপলোড করব। তুমি আমাকে ই-মেইল খোলা শেখাবে কিন্তু..।
আফরিনা: ঠিক আছে তুমি এবার আসলে তোমাকে শিখিয়ে দিব।
রাইসা: ধন্যবাদ।
আফরিনা: স্বাগতম
এরপর রাইসা আপু তার তার গল্পের রেকর্ড গুলো ফেসবুকে আপলোড দিতে চেষ্টা করল কিন্ত পারল না।
বন্ধুরা এবার আপনাদের বলতে হবে রাইসা আপু কেন তার রেকর্ড ফেসবুকে আপলোড দিতে পারল না? আর আপলোড দেওয়ার জন্য কি করতে হবে?
রাইসা আপুর সাথে কে কে ই-মেইল খোলা শিখতে চান?
0 Comments