গুগল সার্চের কৌশল-০৬



আসসালামুআলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।
আলহামদুলিল্লাহ, আমিও ভালই আছি।
গুগল সার্চ এর কৌশল নিয়ে এটি আমার ষষ্ঠ পোষ্ট। জানিনা, আপনারা কে কতটুকু উপকৃত হয়েছেন। কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি। আমার লেখার গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
আজকে বেশি কথা না বলে মুল বিষয়ে চলে যাব।
আজকে আমরা জানব, কি ভাবে কোন নির্দিষ্ট ফরমেটের ফাইল গুগল থেকে সার্চ করা যায়।
মনে করেন আমি কম্পিউটার হার্ডওয়্যার এর উপর  একটি ডকুমেন্ট চাচ্ছি যার ফাইল ফরমেট হবে পিডিএফ।
তাহলে গুগলের সার্চ বারে এভাবে লিখতে হবে।
Computer hardware filetype:pdf


আবার আপনি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চান তাহলে লেখতে হবে
Computer hardware filetype:ppt


এভাবে আপনি যে কোন ফরমেটের ডকুমেন্ট গুগল থেকে বের করতে পারেন।
আশা করি বুঝাতে পেরেছি।
ধন্যবাদ সবাইকে।

Post a Comment

0 Comments