গুগল সার্চের কৌশল-০৫



আসসালামুআলাইকুম।
আশা করছি, আল্লাহর অশেষ মেহেরবাণীতে সকলেই ভাল  আছেন। আল্লহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আজ বেশি কথা না বাড়িয়ে অল্প কথায় একটি ট্রিক্স শেয়ার করতে চাই।
কারণ, অফিস থেকে ফিরে এখনো গোসল করা হয়নি।
কালকে যে নষ্ট ঘড়ি কথা বলেছিলাম। সেটা দিয়ে তো আর চলেনা। তাই, আজকে অনলাইনে একটি ঘড়ির অর্ডার দিলাম্।
আমি আবার দারাজ ছাড়া কোন অনলাইন শপ চিনি না। তাই সর্ব প্রথম দারাজে ঢুকলাম। কিন্তু সেখানে আমার পছন্দ মত ঘড়ি পেলাম না।
তাই আমি চিন্তা করলাম অন্য কোনও সাইটে দেখলে হয়তো পছন্দ মত ঘড়ি পাওয়া যাবে।
কিন্তু আমি তো দারাজ ছাড়া কোন সাইটের ঠিকানা জানি না।
এখন গুগলে শুধু ঘড়ি লেখে সার্চ দিলে তো অনেক রেজাল্ট আসবে। তার মধ্যে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট নাও থাকতে পারে।
তাহলে কি করা যায়?
আচ্ছা যদি গুগল আমাকে দারাজের মতো অর্থাৎ অনলাইন কেনাকাটা করার আরও কিছু সাইটের লিংক এনে দেয় তাহলে খুব ভাল হবে নাহ?
আমি গুগলে সার্চ দিলাম এই ভাবে-
related:daraz.com.bd
অর্থাৎ আমি গুগলকে নির্দেশ দিলাম যে দারাজ রিলেটেড যত ওয়েব সাইট আছে সবগুলো নিয়ে আস।
গুগল তখন দারাজ রিলেটেড কিছু ওয়েবসাইট তার সার্চ রেজাল্টে প্রদর্শন করল।
আমি কয়েকটি ওয়েব সাইট চেক করে একটি ঘড়ি পছন্দ হলো এবং অর্ডার করলাম। 

তাহলে কোনএকটি ওয়েব সাইট রিলেটেড অন্য ওয়েব সাইট সার্চ করার জন্য এভাবে সার্চ করতে হবে।
related:(ওয়েবসাইটের লিংক)
আশা করি বুঝতে পেরেছেন।

Post a Comment

0 Comments