ফেসবুকে স্টাইলিশ লেখা পর্ব-০১


আসসালামুআলাইকুম।

 আশা করছি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভাল আছি।
আজকাল অনেকেই বিভিন্ন স্টাইলে ফেসবুকে পোষ্ট দিচ্ছেন দেখে অনেকে আবার অবাক হয়ে দেখছে। তাই ভাবলাম এই বিষয়ে কিছু লেখব।
আজ বেশি কথা না বারিয়ে মূল আলোচনায় চলে যাই।
ফেসবুকে বিভিন্ন স্টাইলে লেখার জন্য একটি ওয়েব সাইট আছে ।
ওয়েবসাইটের লিংক https://yaytext.com/
এই ওয়েব সাইটে গিয়ে একটি লেখার বক্স পাবেন। তার নিচেই বিভিন্ন স্টাইলের ফন্ট আছে । বোল্ড, ইটালিক সহ অনেক ফন্ট।
আপনি যেই লেখা স্টাইল করতে চান সেটি্ ঐ বক্সে লেখে নিচের যে ফন্ট পছন্দ সেই ফন্ট পাশে কপি লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর ফেসবুকের পোষ্ট লেখার জায়গায় এসে পেস্ট করতে হবে।
তাহলেই আপনার পছন্দের স্টাইল পেয়ে যাবেন আপনার পোষ্টে।

Post a Comment

2 Comments