আল্লাহর ওলির পরিচয়

তথাকথিত পীর দের কে আল্লাহর ওলি প্রমাণ করার জন্য তাদের যে সকল কারামত প্রচার করা হয় তার মধ্যে একটি কারামত খুব বেশি প্রচারিত এবং তাদের কাছে দামী।

বলা হয় যে অমুক আল্লাহর ওলী পানির উপর দিয়ে হেঁটে যেতে পারতেন বা পানিতে জায়নামায বিছিয়ে নামায পরতেন।
কথিত আছে পটিয়া, চট্টগ্রাম এর এক আল্লাহর ওলি এক ধাপে সমুদ্র পার হয়ে আফ্রিকার জঙ্গলে চলে যেতেন। প্রতি সপ্তাহে একদিন নাকি সারা বিশ্বের ওলিরা পাঁচ মিনিটে আফ্রিকার জঙ্গলে হাজির হতেন এবং মিটিং করতেন।
চট্টগ্রাম থেকে আফ্রিকার জঙ্গলে মাত্র পাঁচ মিনিটে হাজির ।
অথচ মক্কা থেকে মদিনায় যেতেও আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূলের  (সা:) কয়েক দিন সময় লেগেছিল । এমনকী পথিমধ্যে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে হয়েছিল । এবং তিনার  (সাঃ) সফর সঙ্গী সাপ দ্বারা দংশিত হয়েছিল ।

যাইহোক , পানিতে নামায পড়া বা হেঁটে যাওয়া যদি ওলীর প্রমাণ হয় তাহলে হাঁস হলো সবচেয়ে বড় ওলী।
কেননা,পানিতে সারা বিশ্ব ডুবে গেলেও হাস ডুববে না।

আসুন দেখি এ ব্যাপারে মহান আল্লাহ কি বলেন।

আল্লাহ তা’আলা বলেনঃ “জেনে রাখ, নিশ্চয় আল্লাহর ওলীদের কোন ভয় নেই এবং তারা দুঃশ্চিন্তাগ্রস্ত হবে না। আর ওরা হচ্ছে তারাই যারা ঈমানদার এবং আল্লাহকে ভয় করে চলে”। [সূরা ইউনুস, আয়াত ৬২-৬৩]

সুতরাং আপনি যদি ঈমানদার হোন এবং আল্লাহকে ভয় করে চলেন তাহলে আপনিও আল্লাহর ওলি।

আল্লাহর ওলি হওয়ার জন্য পানিতে হাঁটার কোন দরকার নেই। লাগবেনা কোনো খানকা, মুরিদ এবং দরবার শরীফ।

Post a Comment

0 Comments