ছবি: আশুগঞ্জ পাওয়ার প্লান্ট |
বাংলাদেশে বর্তমানে মোট 146 টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25235 মেগাওয়াট (installed capacity) যেখানে এই পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে 27 এপ্রিল 2021, 13792 মেগাওয়াট। বাংলাদেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র একটি ট্রান্সমিশন নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত। সুতরাং সব গুলো কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ একটি নেটওয়ার্কে মিলিত হবার পর আবার বিভিন্ন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এর মাধ্যমে আমাদের কাছে অর্থাত কনজিউমারের নিকট পৌছে।
বাংলাদেশে বিদ্যুৎ ট্রান্সমিশন এর কাজ করে থাকে 'পাওয়ার গ্রিড অব কোম্পানি বাংলাদেশ, (পিজিসিবি) এবং পিজিসিবি থেকে ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলো বিদ্যুৎ নিয়ে কনজিউমারদের কাছে বিতরণ করে।
বাংলাদেশে বর্তমানে সরকারি এবং স্বায়ত্বশাষিত মোট ছয়টি কোম্পানি বিদ্যুত বিতরণ করে থাকে।
কোম্পানি গুলো হচ্ছে-
1। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি।
2। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডিপিডিসি।
3। ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি, ডেসকো।
4। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, WZPDCL.
5। নর্দান ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি, নেসকো। এবং
6। বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, বিআরইবি।
বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা বিআরইবি পল্লীবিদ্যুৎ সমিতির মাধ্যমে পল্লী এলাকায় বিদ্যুত সাপ্লাই দিয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের 61 টি জেলায় পল্লীবিদ্যুৎ সমিতি গুলো বিদ্যুত সেবা দিয়ে আসছে। বাংলাদেশের মোট চার কোটি এক লক্ষ বিদ্যুত গ্রাহকের মধ্যে তিন কোটি ষোল লাখ গ্রাহক শুধু পল্লীবিদ্যুৎ এর।
বাংলাদেশে নিজ দেশে বিদ্যুত উৎপাদনের পাশাপাশি পাশের দেশ, ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুত আমদানি করে থাকে।
আরো বেশ কিছু বিদ্যুত উৎপাদন কেন্দ্র তৈরির কাজ চলছে তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র অন্যতম।
0 Comments