হঠাৎ আগুন লাগলে কি করবেন?



হঠাৎ যদি কোথায় দেখেন অগ্নিকাণ্ড ঘটেছে তাহলে আপনি কি করবেন?

এই সময়ে আমরা অধিকাংশ মানুষ ঘাবড়ে যাই, এবং কি করব ভেবে পাই না। ফলে ছোট্ট একটি অগ্নিকাণ্ড থেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সব কিছু পুরে ছারখার হয়ে যায়। 

কোথাও কোন অগ্নিকাণ্ড ঘটলে আমাদের কিছু করণীয় আছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো

1। অগ্নিকাণ্ড বড় হোক বা ছোট, প্রথমেই ফায়ার সার্ভিসে কল করে অগ্নিকাণ্ডের কথা বলতে হবে। যেকোন জায়গা থেকে ফায়ার সার্ভিসে 16163 অথবা 02223355555 নাম্বারে কল করে জানাতে হবে। 

ফায়ার সার্ভিস কল করে অবহিত করার সময় খুব ঠান্ডা মাথায় নিচের তথ্য গুলো জানাতে হবে।
- আপনার নাম
-আপনার মোবাইল নাম্বার (যে নাম্বার থেকে কল করেছেন)
-দুর্ঘটনাস্থলের ঠিকানা।
- সেখানে যাওয়ার সবচেয়ে ভালো এবং সংক্ষিপ্ত রাস্তা( যদি আপনার জানা থাকে) 
-সেখানে পুকুর নদী বা কোন জলাশয় থেকে পর্যাপ্ত পানি নেওয়ার ব্যবস্থা আছে কি না।
-যেখানে আগুন লেগেছে সেখানে কোন তেল বা গ্যাস আছে কি না।

এই তথ্য গুলো যত সুন্দর করে বলবেন, ফায়ার সার্ভিস তত দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে। 

আর যদি ফোন করে বলেন, আগুন আগুন আগুন লাগছে। আপনারা তারাতারি আসেন, আগুন নেভান, আমাদের বাচান। এসব আহাজারি করলে ফায়ার সার্ভিস এর সেবা পাইতে দেরি হবে অনেক ক্ষেত্রে সেবা নাও পাইতে পারেন। 

2। আপনার সাধ্যানুযায়ী আগুন নেভানোর চেষ্টা করা। 
যদি ফায়ার এক্সটিংগুইশার থাকে তাহলে সেটা ব্যবহার করা অথবা পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা। 

মনে রাখবেন, আগুন যত ছোটই হোক, নিজের নেভানোর চেষ্টার করার আগে ফায়ার সার্ভিসে কল দিবেন।  
এতে ফায়ার সার্ভিস আসতে আসতে যদি আপনি আগুন নিভাতে পারেন তাহলে তো ভালোই , তাছাড়া ফায়ার ফাইটাররা নেভাবে।  
কিন্ত চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হবার পর যদি ফায়ার সার্ভিসে ফোন করেন তাহলে তারা আসতে আসতে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে। 

মনে রাখবেন, ফায়ার সার্ভিসে কখনও বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। মিথ্যা তথ্য দিলে আপনার জেল ও জরিমানাও হতেপারে। 

আপনার কাছে যদি ফায়ার সার্ভিসের নাম্বার সেভ করা না থাকে তাহলে এখনই সেভ করে নিন। আর জনস্বার্থে এই পোস্টটি শেয়ার করুন।

Post a Comment

0 Comments