সার্চ ইঞ্জিন


ইনটারনেট থেকে যে কোনো তথ্য খুঁজে পেতে আমরা যেই সব ওয়েবসাইটের শরণাপন্ন হই google.com তার অন্যতম।
এটি বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়েবসাইট ।
যেহেতু এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে রেব করি তাই একে সার্চ ইঞ্জিন বলে।
গুগল ছাড়াও কিছু সার্চ ইঞ্জিন আছে। যেমন।
Yahoo.com
Bing.com
Pipilika.com
Ask.com
AOL.com
DuckDuckGo.com
আমরা সচরাচর গুগল কেই বেশি ব্যবহার করি।
গুগল সার্চ করা খুবই সহজ একটি বিষয়। শুধু গুগল ওয়েবসাইটে (www.google.com) ডুকে সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত কি ওয়ার্ড লিখে সার্চ দিলেই অনেক তথ্য গুগল আপনাকে এনে দিবে।
অনেকে হয়তো কিওয়ার্ড কি সেটা বুঝতেছেন না।
ওকে সমস্যা নেই।
মনে করেন আপনি ঢাকা সম্পর্কে জানতে চান।
এখন গুগলে ঢুকে সার্চবারে লেখতে হবে ঢাকা। এইযে আপনার কাঙ্ক্ষিত শব্দ লেখলেন এটাই কিওয়ার্ড ।
আচ্ছা ভাই সার্চবার টা আবার কি?
ওইযে যেই জায়গায় ঢাকা লেখলেন। সেটাই সার্চ বার।
পরবর্তী পোষ্টে গুগল সার্চ নিয়ে আরও কথা হবে ইনশাআল্লাহ ।

Post a Comment

0 Comments