আমরা খুব সহজে এবং অতি অল্প সময়ের মধ্যেই গুগল থেকে যে
কোন তথ্য খুজে বের করতে পারি।
কিছু ট্রিক্স ব্যবহার করার মাধ্যমে গুগল সার্চ কে আর কার্যকরী
এবং দ্রুততর করা যায়।
আমি প্রতিটি পোষ্টে একটি করে ট্রিক্স লিখব ইনশাআল্লাহ।
আজ লিখব ট্যাব ব্যবহার করা নিয়ে।
ট্যাব কি?
গুগলে কিছু সার্চ করলে সার্চ রেজাল্টের উপরে কিছু অপশন
যেমন All, News, Images, Videos, Maps, More ইত্যাদি লেখা থাকে এগুলোকেই ট্যাব বলে।
মনে করেন, আপনি আম সম্পর্কে জানতে চান। তো, গুগলে আম লেখে
সার্চ দিলেন এবং গুগল আপনাকে আম নিয়ে ইন্টারনেটে যত খবর আছে সব নিয়ে এসে দিল। এর মধ্যে
কিছু ছবি, কিছু খবর, কিছু ভিডিও ইত্যাদি আছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে আমের যত
ছবি আছে শুধু ছবি গুলোই দেখব। তাহলে Images
ট্যাব এ ক্লিক করতে হবে। তাহলে গুগল আপনাকে শুধু ছবি এনে দিবে।
আবার মনে করেন আপনি আম সম্পর্কিত ভিডিও খুজতেছেন। তাহলে
ভিডিও ট্যাবে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।
এভাবে ট্যাব ব্যবহারের মাধ্যমে গুগল সার্চকে আরও গতিশীল
করতে পারবেন।
আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।
0 Comments