গুগল সার্চের কৌশল-০৩



আসসালামুআলাইকুম।
আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আপনাদের প্র‌্যাক্টিস কেমন চলছে। আশা করি আমার চেয়ে অনেক ভাল চলছে।
আমি এই মাত্র বাসায় এসে গোসল করে এই পোষ্টি লেখতে শুরু করলাম।
তো, আজ আমি গুগল সার্চ এর তৃতীয় ট্রিক্স টি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
তার আগে একটি গল্প বলি, আমি এবার ঈদে বাড়ি গিয়ে কিছু কালো জাম কিনেছিলাম। আমার ভাগ্নী কে বলেছিলাম জাম মাখাতে সে একদম জামগুলো ভর্তা করে ফেলেছিল।
পরে আর সেই জামের কথা মনেই ছিল না।
আজ হঠাৎ সেই জামের কথা মনে পরল ।
আপনারা হয়তো জানেন যে জামের ইংরেজি হলো ব্লাকবেরি।
তো আমি Blackberry লেখে গুগলে সার্চ দিলাম ।
গুগল আমাকে এনে দিল ব্লাকবেরি মোবাইল ফোন সহ আরো অনেক কিছু।
আমি তো পরলাম বিপদে। কারণ আমি চাচ্ছি শুধু জাম কিন্তু গুগল দিচ্ছে মোবাইল।
তো, আমি গুগল কে বললাম ব্লাকবেরি মোবাইল ছাড়া যা কিছু আছে তা নিয়ে আস। তখন সে আর মোবাইল নিয়ে আসেনি। তখন আমাকে জাম এনে দিয়েছে।
আচ্ছা , আমি তাহলে গুগল কে ব্লাকবেরি মোবাইল আনতে নিষেধ করলাম কিভাবে?
খুব সহজ, আপনি যখন এমন কোন বিষয়ে সার্চ করবেন যে সেই নামে অনেক ক্যাটাগরির বস্তু আছে । তখন আপনি যেটা চাননা সেটা আগেই গুগলকে বলে দিতে পারবেন।
এক্ষেত্রে সার্চ বারে আপনার কিওয়ার্ড লেখে েএকটি স্পেস দিয়ে একটি হাইপেন দিয়ে আপনি যেটা চাননা সেটা লেখে সার্চ দিতে হবে।
যেমন আমি ব্লাকবেরি লেখে সার্চ দিব কিন্তু আমি চাচ্ছি যে ব্লাকবেরি মোবাইল না আসুক । তাহলে-
Blackberry -mobile এভাবে লেখতে হবে। 

আবার মনে করেন আমি যমুনা লেখে সার্চদিব কিন্তু যমুনা নদী সংক্রান্ত কোন রেজাল্ট আমি চাচ্ছিনা। তাহলে-
যমুনা -নদী  
এভাবে লেখে সার্চ দিতে হবে। 

আশা করি বুঝাতে পেরেছি।
প্রয়োজনে প্রশ্ন করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।

Post a Comment

1 Comments