আগের পোষ্টে আমরা জেনেছি বিভিন্ন ট্যাব ব্যবহারে করে কিভাবে কাঙ্খিত তথ্য খুব দ্রুত পাওয়া যায়।
আজ আমরা কোটেশন(“ ”) এর ব্যবহার জানব।
মনে করেন আপনি কোন একটি আরটিকেল বা পোষ্ট খুঁজবেন। যেখানে
লেখা আছে (শিরোনাম বা ভেতরে) there is no shortcut in life । এখন আপনি এটি লেখে সার্চ দিলেন । তাহলে অনেক রেজাল্ট
পাবেন। এমনকি এমন অনেক অতিরিক্ত রেজাল্ট আসবে যেখানে শুধু there বা
shortcut বা life লেখা আছে। তার আপনার
কি ওয়ার্ডের সাথে সামান্য মিল থাকলেও গুগল আপনাকে সেটা এনেদিবে।
কিন্তু আপনার তো দরকার এমন রেজাল্ট যেখানে ঠিক ঐ বাক্যটিই
আছে।
এখন আপনি যদি আপনার কিওয়ার্ডকে কোটেশনের মধ্য নিয়ে সার্চ
দেন তাহলে যত জায়গায় হুবহু ঐ বাক্য আছে শুধু সেগুলোই পাবেন। অতিরিক্ত রেজাল্ট আসবে
না।
যেমন “there is no shortcut in life” এভাবে লিখে সার্চ
দিতে হবে।
এভাবে আপনি আপনার কাঙ্খিত তথ্য কম সময়ের মধ্যে পেতে পারেন।
0 Comments