গুগল সার্চের কৌশল-০৪


আসসালামুআলাইকুম। আশা করি সকলেই ভাল আছেন।
আজ এই মূহুর্তে প্রায় সবাই খেলা নিয়ে অনেক উদ্বেগ উৎকন্ঠায় সময় পার করছেন।
যাইহোক মূল কথায় আসি।
আজকে আমরা জানবো কি ভাবে কোন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে গুগলের মাধ্যমে কিছু সার্চ করা যায়।

তার আগে একটা গল্প বলি।
আজকাল তো অনেকেই নষ্ট ঘড়ি হাতে দিয়ে ঘুরে । তো, আমার একটি ঘড়ি আছে যেটার ব্যাটারি ডাউন হয়েছে অনেক আগেই। তাই সেটা হতে দেওয়া হয় না।
আজ সকালে হঠাৎ সাধ জাগলো ঘড়ি হতে দিয়ে অফিসে যাব। (একটু স্মার্ট সাজার চেষ্টা আর কি)
তো, ঘড়িটি হাতে নিতেই দেখি এর ফিতা ছিড়ে গেছে।
এটা দেখে আমার ডেলার আর জিমের কথা মনে পরল।
মনে মনে বললাম, ইশরে আমার যদি ডেলার মতো একটি বউ থাকতো তাহলে সে চুল বিক্রি করে আমার ঘড়ির ফিতা এনে দিত।
ডেলার মতো বউ পেতে চাইলে জিমের মত স্বামী হতে হবে, নিজেকে নিজেই বললাম।
তারপর প্রতিদিনের মতো খালি হাতেই অফিসে গেলাম।
অফিসে গিয়ে আমার সেই গল্পটি পড়তে ইচ্ছে করল।
তাই আমি গুগলে সার্চ দিলাম।
The gift of the magi লেখে। গুগল আমাকে অনেক লিংক এনে দিল।
কিন্তু আমি চাচ্ছিলাম আমাদের সার্চ ইংলিশ ওয়েবসাইটে যত জায়গায় এই গল্প আছে শুধু সেইসব লিংক আমাকে দিক। কারণ আমি অন্য ওয়েব সাইটে পড়ব না।
সেই জন্য আমি ‍গুগলকে বললাম দ্যা গিফ্ট অব দ্যা ম্যাগি গল্পের লিংক গুলো শুধু সার্চ ইংলিশ থেকে এনে দেও, অন্য ওয়েবসাইট থেকে কোন লিংক আনবে না।
আমি সার্চবারে এবার লেখলাম-
The gift of the magi site:searchenglish.com
তখন দেখি গুগল শুধু সার্চ ইংলিশ থেকেই লিংক এনে দিয়েছে। 
তো, আমি একটি লিংকে ঢুকে গল্পটি পড়লাম।
তাহলে আমরা জানলাম যে, কোন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কিছু সার্চ করতে চাইলে , কিওয়ার্ড লেখার পর একটি স্পেস দিয়ে লিখতে হবে- site:(এখানে সাইটের ঠিকানা)।
আশা করি বুঝতে পেরেছেন।
আমি খুব সাজিয়ে লেখতে পারিনা। আপনারা হয়তো পড়তে অনেক বিরক্তবোধ করেন।
দোয়া করবেন যেন ভাল করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি।

Post a Comment

3 Comments

  1. দারুন লিখেন অাপনি। অাপনি লিখনিতে সত্যিই জাদু অাছে। যতো পড়ছি ততোই নতুন কিছু শিখছি।

    ReplyDelete