ভূতেরাও লেখে এবং সারা বিশ্বের মানুষ সেই ভূতের লেখা বই পড়ে।
কি আশ্চর্য হচ্ছেন?
আরে আশ্চর্য হওয়ার কিছু নেই।
আমি সত্যিই বলছি বলছি। ভূতলেখক বলে কিছু একটা আছে।
হিলারি ক্লিনটন এর নাম শুনেন নিয়ে এমন পাবলিক মনে হয় এখানে নেই।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেনট বিল ক্লিনটনের স্ত্রী।
দ্যা নিউইয়র্ক টাইমস এর ভাষ্যমতে হিলারি তার স্মৃতিচারণ মূলক একটি বই লেখিয়ে নিয়েছিলেন ভূত লেখক দিয়ে । আর এই বই লেখার জন্য ভূত লেখককে দিয়েছিলেন পাঁচ লক্ষ মার্কিন ডলার।
হয়তো ভাবছেন, রবিউল ভাইকি ভূত হয়ে গেল নাকি? এতো আবল তাবোল কথা বলছে কেন?
না ভাই, আমি ঠিক আছি।
এখানে যে ভূতের কথা বলা হচ্ছে তারা রাতের সেই ভয়ানক ভূত নয়। তারা আমাদের মতোই মানুষ।
তারা টাকার বিনিময়ে অন্যের জন্য লেখে। তারা তাদের লেখনি দিয়ে সুনাম অর্জন না করে শুধু টাকা অর্জন করে।
সবার আড়ালে থেকে তারা তাদের মেধাকে সবার মাঝে প্রচার করে এই জন্যই হয়তো তাদেরকে ঘোষ্ট রাইটার বলা হয়ে থাকে।
বিশেষ বিশেষ দিনে আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব এবং অন্য মন্ত্রীরা দেখেন তাঁদের বাণী দেয়। এসব কি সব তারা লেখেন? এসব লেখার সময় তাঁদের আছে?
এসব তাঁদের কে অন্য কেউ লেখে দেয়।
একই ভাবে বিশ্বের যত নামি দামি সেলিব্রিটি আছে তারা তাঁদের নামে বই লেখার জন্য এসব ঘোষ্ট লেখককে ভাড়া করে।
তাহলে ঘোষ্টরাইটার হলো যারা টাকার বিনিময়ে অন্যের হয়ে বিভিন্ন লেখা লেখে তারা
রাজীব স্যারও এক সময় ঘোষ্টরাইটার হিসেবে কাজ করেছেন। আমরা জিরো কেটেগরির পোষ্ট থেকে জানতে পারি।
সেখানে অনেকেই হয়তো মনে করেছিলেন যে স্যার ভূতের গল্প লেখতেন।
এখন আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে ঘোষ্টরাইটার কি বা কারা।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন।
ধন্যবাদ ।
আরে আশ্চর্য হওয়ার কিছু নেই।
আমি সত্যিই বলছি বলছি। ভূতলেখক বলে কিছু একটা আছে।
হিলারি ক্লিনটন এর নাম শুনেন নিয়ে এমন পাবলিক মনে হয় এখানে নেই।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেনট বিল ক্লিনটনের স্ত্রী।
দ্যা নিউইয়র্ক টাইমস এর ভাষ্যমতে হিলারি তার স্মৃতিচারণ মূলক একটি বই লেখিয়ে নিয়েছিলেন ভূত লেখক দিয়ে । আর এই বই লেখার জন্য ভূত লেখককে দিয়েছিলেন পাঁচ লক্ষ মার্কিন ডলার।
হয়তো ভাবছেন, রবিউল ভাইকি ভূত হয়ে গেল নাকি? এতো আবল তাবোল কথা বলছে কেন?
না ভাই, আমি ঠিক আছি।
এখানে যে ভূতের কথা বলা হচ্ছে তারা রাতের সেই ভয়ানক ভূত নয়। তারা আমাদের মতোই মানুষ।
তারা টাকার বিনিময়ে অন্যের জন্য লেখে। তারা তাদের লেখনি দিয়ে সুনাম অর্জন না করে শুধু টাকা অর্জন করে।
সবার আড়ালে থেকে তারা তাদের মেধাকে সবার মাঝে প্রচার করে এই জন্যই হয়তো তাদেরকে ঘোষ্ট রাইটার বলা হয়ে থাকে।
বিশেষ বিশেষ দিনে আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব এবং অন্য মন্ত্রীরা দেখেন তাঁদের বাণী দেয়। এসব কি সব তারা লেখেন? এসব লেখার সময় তাঁদের আছে?
এসব তাঁদের কে অন্য কেউ লেখে দেয়।
একই ভাবে বিশ্বের যত নামি দামি সেলিব্রিটি আছে তারা তাঁদের নামে বই লেখার জন্য এসব ঘোষ্ট লেখককে ভাড়া করে।
তাহলে ঘোষ্টরাইটার হলো যারা টাকার বিনিময়ে অন্যের হয়ে বিভিন্ন লেখা লেখে তারা
রাজীব স্যারও এক সময় ঘোষ্টরাইটার হিসেবে কাজ করেছেন। আমরা জিরো কেটেগরির পোষ্ট থেকে জানতে পারি।
সেখানে অনেকেই হয়তো মনে করেছিলেন যে স্যার ভূতের গল্প লেখতেন।
এখন আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে ঘোষ্টরাইটার কি বা কারা।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন।
ধন্যবাদ ।
1 Comments
This is very interesting post.I have learnt about Ghost writer.I have no idea about Ghost writer till now.Thanks for post.
ReplyDelete